পরিবেশের গুরুত্ব । কিভাবে আমাদের পরিবেশ নিয়ে ভাবতে হবে ?

 

রিবেশের গুরুত্ব কিভাবে আমাদের পরিবেশ নিয়ে ভাবতে হবে ?



আমরা অতি আধুনিক সভ্যতার মাঝে বসবাস করছি খুব দ্রুত গতিতে প্রযুক্তি উন্নয়ন হচ্ছে   

এই অতি আধুনিক যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমাদের মত ছোট গরিব দেশ বরাবরই হিমশিম খেতে হচ্ছে

     (পরিবেশ দূষণ)

বিংশ শতাব্দির বিজ্ঞান প্রযুক্তি নব নব উদ্ভাবন পরিবেশকে  দূষিত করেই যাচ্ছে প্রতিদিন শিল্প বর্জ্য কারখানার পরিশোধনের ক্ষমতা দিনে দিনে বহু অংশে কমে যাচ্ছে  

সম্পকে করণীয় শিক্ষণীয় বিষয় সমূহ হলো

   (পরিবেশ দূষণের কারন)

·     পরিবেশ শিক্ষরি গুরুত্ব উপলদ্ধি এবং বিষয়ে ইতিবাচক মসোভাব সৃষ্টি করতে হবে সকল মানুষের মধ্যে

 

·     পৃথিবীর পরিবেশের অবস্থা অতীত বর্তমান ভবিষ্যৎ সর্ম্পকে আমাদের ধারণা থাকতে হবে

 

 

·     ব্যাবসা বাণিজ্য উৎপাদনশীলতা বজায় রেখে বর্জ্য এবং আবর্জনা জাতীয় পদার্থ উপযুক্ত পরিশোধনের ব্যাবস্থা করতে হবে

 

·     বর্জ্য পরিশোধনের পর তা সঠিক স্থানে অপসারণ করার বাবস্থা করতে হবে তা যেন পাবলিক প্লেস বা জনসম্মুখে না হয়

 

·     যেসব কারখানা থেকে বর্জ্য বা ময়লা জাতীয় পদার্থ নিসঃরিত হয় সে সব কারখানাই ব্যাবস্থা করতে হবে

 

 

·     কারখানার মালিক যদি সব নিয়ম না মেনে থেকে থাকে তাহলে সরকার কতৃক উপযুক্ত আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তা কার্য্কর করতে হবে

 

·     আমাদের ময়লা আবর্জনা জাতীয় পদার্থ সঠিক স্থানে ফেলতে হবে নদীনালা, খালবিলে না ফেলে

 

 

·     পরিবেশ শিক্ষার মাধ্যমে অন্যর ভিতরে পরিবেশ সম্পর্কে যত বেশি সম্ভব বেশি বেশি এর গুরুত্ব তুলে ধরতে হবে

 

·     পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে তা কারণ খুজতে হবে এবং এর প্রতিক্রিয়া জানতে হবে তার প্রতিকারের ব্যাবস্থা গ্রহণ করতে হবে

 

 

·     পরিবেশ দূষণ হলে কি ধরণের প্রভাব পরবে তা ভালোভাবে উপলদ্ধি করা

 

(পরিবেশ  শিক্ষা)

অনেক কথা বললাম পরিশেষেপরিবেশ আমাদের, একে ঠিক রাখা আমাদেরেই সকলের দায়িত্ব কর্তব্য

আমরা যদি আমাদের পরিবেশ নির্বিচারে ধ্বংসের মুখে ঠেলে দেই তাহলে এক সময় তা আমাদেরই  প্রজন্ম ধ্বংস হবে

 তাই আসুন সকলে মিলে একসাথে পরিবেশ শিক্ষা গ্রহণ করি বেশি বেশি সচেতনতা সৃষ্টি করি

 শুধু আমরা এগুলেই হবে না সরকার কে বিষয় নিয়ে এগোতে হবে তাহলে আজকের মতো এখানেই ইতি টানলাম

 

 ধন্যবাদ সকলে ভাল থাকবেন ভাল রাখবেন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.