পরিবেশের গুরুত্ব । কিভাবে আমাদের পরিবেশ নিয়ে ভাবতে হবে ?
আমরা অতি আধুনিক সভ্যতার মাঝে বসবাস করছি ।খুব দ্রুত গতিতে প্রযুক্তি ও উন্নয়ন হচ্ছে ।
এই অতি আধুনিক যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমাদের মত ছোট গরিব দেশ বরাবরই হিমশিম খেতে হচ্ছে ।
এ বিংশ শতাব্দির বিজ্ঞান ও প্রযুক্তি নব নব উদ্ভাবন পরিবেশকে দূষিত করেই যাচ্ছে প্রতিদিন । শিল্প ও বর্জ্য কারখানার পরিশোধনের ক্ষমতা দিনে দিনে বহু অংশে কমে যাচ্ছে ।
এ
সম্পকে করণীয় ও শিক্ষণীয় বিষয়
সমূহ হলো
· পরিবেশ শিক্ষরি গুরুত্ব উপলদ্ধি এবং এ বিষয়ে ইতিবাচক
মসোভাব সৃষ্টি করতে হবে সকল মানুষের মধ্যে ।
· পৃথিবীর পরিবেশের অবস্থা অতীত বর্তমান ভবিষ্যৎ সর্ম্পকে আমাদের ধারণা থাকতে হবে ।
· ব্যাবসা বাণিজ্য উৎপাদনশীলতা বজায় রেখে বর্জ্য এবং আবর্জনা জাতীয় পদার্থ উপযুক্ত পরিশোধনের ব্যাবস্থা করতে হবে ।
· বর্জ্য পরিশোধনের পর তা সঠিক স্থানে অপসারণ করার বাবস্থা করতে হবে তা যেন পাবলিক প্লেস বা জনসম্মুখে না হয় ।
· যেসব কারখানা থেকে বর্জ্য বা ময়লা জাতীয় পদার্থ নিসঃরিত হয় সে সব কারখানাই এ ব্যাবস্থা করতে
হবে ।
· কারখানার মালিক যদি এ সব নিয়ম
না মেনে থেকে থাকে তাহলে সরকার কতৃক উপযুক্ত আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তা কার্য্কর করতে হবে ।
· আমাদের ময়লা আবর্জনা জাতীয় পদার্থ সঠিক স্থানে ফেলতে হবে নদী – নালা,
খাল – বিলে না
ফেলে ।
· পরিবেশ শিক্ষার মাধ্যমে অন্যর ভিতরে পরিবেশ সম্পর্কে যত বেশি সম্ভব বেশি বেশি এর গুরুত্ব তুলে ধরতে হবে ।
· পরিবেশ কিভাবে দূষিত হচ্ছে তা কারণ খুজতে হবে এবং এর প্রতিক্রিয়া জানতে হবে তার প্রতিকারের ব্যাবস্থা গ্রহণ করতে হবে ।
· পরিবেশ এ দূষণ হলে
কি ধরণের প্রভাব পরবে তা ভালোভাবে উপলদ্ধি করা ।
অনেক
কথা বললাম পরিশেষে “পরিবেশ আমাদের, একে ঠিক রাখা আমাদেরেই সকলের দায়িত্ব ও কর্তব্য”
আমরা
যদি আমাদের পরিবেশ নির্বিচারে ধ্বংসের মুখে ঠেলে দেই তাহলে এক সময় তা আমাদেরই
প্রজন্ম
ধ্বংস হবে ।
তাই আসুন সকলে মিলে একসাথে পরিবেশ শিক্ষা গ্রহণ করি । বেশি
বেশি সচেতনতা সৃষ্টি করি ।
শুধু আমরা এগুলেই হবে না সরকার কে এ বিষয় নিয়ে
এগোতে হবে । তাহলে
আজকের মতো এখানেই ইতি টানলাম ।
ধন্যবাদ সকলে ভাল থাকবেন ভাল রাখবেন ।