কোটা সংস্কার আন্দোলন ৯ দফা দাবি

# বুধবার রাতে  যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গুলোর মধ্যে একজন বলেন, আমরা যে ২ দিনের আলটিমেটাম দিয়েছিলাম তা চার দফা দাবির তা শেষ এখন নতুন করে ৯ দফা আমাদের সবার পক্ষ থেকে।

# কোটা সংস্কার আন্দোলন 



▶️ সারাদেশে অবিলম্বে ইন্টারনেট সেবা চালু করতে হবে।

▶️ কারফিউ প্রত্যাহার করতে হবে।


▶️ বিশ্ববিদ্যালয় থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরিয়ে নিয়ে হল খুলে দেওয়া


 ▶️ এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা প্রদান করতে হবে। 

# চার দফা আন্দোলন 



 আগের দফা দাবি পুরন করতে পারিনি সরকার।

সরকার বলছে আলোচনা বসতে। তারা যে কোন সময় আলোচনায় বসতে রাজি আছে। সরকার যে ছাত্রদের উপর গনহত্যা চালিয়েছে তা ঠিক করেনি।



নতুন কর্মসূচি ৯ দফা দাবি তুলে ধরে সরকারের কাছে সেগুলো হলো-




.১ ▶️প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।


.২ ▶️আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে মন্ত্রীপরিষদ এবং দল থেকে পদত্যাগ করতে হবে।


.৩ ▶️ঢাকাসহ যত জায়গায় শহিদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে।


.৪ ▶️ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরদের পদত্যাগ করতে হবে।


.৫ ▶️যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে, ছাত্রলীগ-যুবলীগসহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে।


.৬ ▶️দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহিদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদাণ করতে হবে ।


.৭ ▶️ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনসহ সকল দলীয় লেজুড়ভিত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ছাত্রসংসদকে কার্যকর করতে হবে।


.৮ ▶️অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও হলসমূহ খুলে দিতে হবে।


.৯▶️কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে।


আমাদের দাবি পুূরন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।


# ৯  দফা দাবি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.