নিজেকে দক্ষ করে তোলার জন্য পোশাক শিল্পের কিছু কোর্স






নিজেকে দক্ষ করে তোলার জন্য পোশাক শিল্পের কিছু কোর্স আজকে আমরা এ বিষয়  নিয়ে আলোচনা করব তা মূলত একটি আপনার বা আমার নিজেদের স্কিল ডেভেলব করা ।   দেশের উন্নয়ন এ সকল শ্রেণীর পেশার মানুষের গুরত্ব সমান ।কারণ সমাজে আপনি বা আমি বসবাস করে সকল বিষয়ে জ্ঞান/কাজ একা করতে পারব না । এজন্য সকল পেশার মানুষকে সমান চোখে দেখব । আমাকে প্রথমে ভাবনা করে দেখতে হবে আমি কি করতে পারি ? আমার সে কাজের যোগ্যতা কতটুকু? আমি কি কাজ শিখলে আর দ্রুত করতে পারি । আর কথা না বলে শুরু করা যাক.........


 #১# সুইং কাটিং (ড্রেস মেকিং) কোর্স: ঘরে বসে রোজগারের জন্য সেলাই এর কাজ একটি ভালো মাধ্যম । পড়াশুনার পাশাপাশি আমি বা আপনি এ কাজ করতে পারি । কাজ পাবার জন্য আমাদের দূরে কোথাও যেতে হবে না । আমাদের এলাকা এবং আশেপাশে লোকজনের কাজ করে দিতে পারি । আপনি চাইলে আপনার তৈরী পোশাক অনলাইন প্লাটফর্মে বিভিন্ন সাইট অথবা ফেইজবুক পেজের মাধ্যমে আপনার ব্যাবসার প্রসার করতে পারেন ।






#২# স্ক্রিন প্রিন্টিং কোর্স : স্ক্রিন প্রিন্টিং কোর্স করে আপনি নিজেই একটি দোকান খুললেন বা অনলাইন এ শুরু করলেন । বর্তমানে প্রচার এবং প্রচারণার যুগে স্ক্রিন প্রিন্টিং এর ক্ষেত্র দিনদিন বূদ্ধি পাচ্ছে । অল্প টাকায় শুরু করা যায় । স্ক্রিন প্রিন্টের সাহায্যে আপনি টি-শার্ট, জগ/মগ,ব্যানার,বিভিন্ন শপিং ব্যাগ,ক্যাপ ইত্যাদি করতে পারবেন ।

 #৩# টাইডাই, ব্লক, বাটিক এর কোর্স : কাপরকে রঙিন বা রঞ্জন করা সূদুর অতিত থেকেই মানুষ এ কাজ করে আসছে । যা বর্তমানে বিভিন্ন কৌশলে সহজেই করতে পারা যায় । টাইডাই বলতে কাপড়কে বেধে রং করণ কে বুঝায় । বাটিক হলো মোমের সাহায্যে কাড়কে রাঙিয়ে তোলা,ব্লক কাঠ বা স্টিল তৈরী এর এক তলে নির্দিষ্ট ডিজাইন করা থাকে ব্লকে রং লাগিয়ে কাপড়ের উপর সেই ডিজাইন ফুটিয়ে তোলা । এ কোর্সটি সহজ একটি কোর্স । যা আপনি অল্প টাকা বিনিয়োগে অধিক লাভবান হতে পারেন । এগুলো কোর্স করতেও পারেন অথবা বই পড়ে শিখতে পারেন । আমি আপনাদের সুবিধার জন্য বই এর নাম দিলাম ।

কর্মসংস্থান উপায় সমুহ!

 • ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং প্রথম পত্র 
• ডাইং প্রিন্টিং এন্ড ফিনিশিং দ্বিতীয় পত্র

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.