মানবিক মূল্যবোধ কি,মূল্যবোধের অবক্ষয় এর কারণ,এর বৈশিষ্ট্য

 আজকে  আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমাদের মূল্যবোধ নিয়ে।সমাজের মধ্যে সকল শ্রেণির মানব গোষ্ঠী বসবাস করে থাকে।তাদের ব্যাবহার গুণাবলির বিষয়! 

              

মূল্যবোধের বৈশিষ্ট্য


যে যে বিষয় জানতে পারবেন তা হলো-

  • মূল্যবোধ কি?
  • মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো?
  • মূল্যবোধের অবক্ষয় ও পরিণতি?
মূল্যবোধ:মূল্যবোধ হলো মানুষের এমন এক ধরণের মানদন্ড,যার মাধ্যমে কোন ঘটনা বা অবস্থার ভালো মন্দ বিচার করা হয়। এটি মানুষের আচার-আচারণে নিয়ন্ত্রণের একটি অলিখিত দলিল। যা কোন সমাজের মধ্যে লিপিবদ্ধ থাকে না।

(মানবিক মূল্যবোধ কি)

? কাঙ্ক্ষিত বা অকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায়।


? সমাজের সদস্যদের সাধারণ আচারণ,যাতে আবেগ বিদ্যমান থাকে।


মূল্যবোধের বৈশিষ্ট্য( Characteristics of values)   : মূল্যবোধ হলো মানুষের ইচ্ছার একটি বিশেষ মানদন্ড,যার দ্বারা মানুষর আচার – আচারণ ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয়।একটি জনগোষ্ঠীর সামাজিক আচারণগুলোর কোনটি ভালো আর কোনটি মন্দ সে সম্পর্কে একটি অভিনব ধারণা পোষণ করে। প্রতিটি সমাজে তার নিজস্ব মূল্যবোধ রয়েছে।সমাজ জীবণে দীর্ঘদিন বসবাস করা,মানবীয় অভিজ্ঞতা,গুণাবলির মাধ্যমে তা মূল্যবোধ গড়ে ওঠেছে। বৈশিষ্ট্য গুলো হলো -

  • মূল্যবোধ স্বাধীনভাবে গঠিত ।
  • মূল্যবোধ এক ধরণের আদর্শ ।
  • ব্যাক্তির চরিত্র গঠনে সমাজের মূল্যবোধ যথেষ্ট প্রভাব ফেলে ।
  • মূল্যবোধ সংখ্যায় অল্প ।
  • মূল্যবোধ হলো সমাজের চালিকাশক্তি ।
  • মূল্যবোধ সামাজিক ঐক্য ও সংহতি রক্ষা করে থাকে ।
  • এটি কম পরিবর্তনশীল,বড় বড় ঘটনা ছাড়া মূল্যবোধের পরিবর্তন ঘটে না ।

মূল্যবোধ গঠনের মাধ্যম(Agents of Value):সমাজে মূল্যবোধ গড়ে উঠার পিছনে যেসব বিষয় সহায়ক ভূমিকা পালন করে তা হলো –পরিবার ,ধর্ম,আইন, নীতিবোধের চর্চা, সমাজের রীতিনীতি, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজিক সংগঠন, সামাজিক ন্যায়বিচার ইত্যাদি।


(মানবিক মূল্যবোধের অবক্ষয়)


মূল্যবোধের অবক্ষয় ও পরিণতি (Decline & consequence of values): মূল্যবোধের অবক্ষয় বলতে মূল্যবোধের অভাব বা অনুপস্থিত। যদি কোন সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটে তাহলে সে  সমাজের উপর অনেক বিরূপ প্রভাব ফেলে । যা ব্যাক্তি, সমাজ,এমনকি রাষ্ট্র পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে। সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় ।

ফলে সামাজিক ও রাষ্টের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়ে থাকে । মূল্যবোধ একটি নৈতিক শক্তি । এর অভাবে অতীতে অনেক জাতি ধ্বংসের সম্মুখীন হয়েছে।

এর অনুপস্থিতি পরিবার,সমাজ, রাষ্টের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এর অভাবে আত্মমর্যাদাবোধ হারিয়ে ফেলে । 

মূল্যবোধের অবক্ষয়ের মাধ্যমে একটা দেশ ক্রমান্বয়ে হারিয়ে পারে ধ্বংসের অতল গহ্বরে,বিলীন হয়ে যেতে পারে পৃথিবীর সভ্য দেশের মানচিত্র থেকে ।


দারিদ্র্য, বেকারত্ব, মাদকাসক্তি, অশিক্ষা, দুর্নীতি, রাজনৈতিক কারণ, অসম বণ্টন ব্যবস্থা, পারিবারিক কারণ, প্রেমে ব্যর্থতা, সঙ্গদোষ, চলচ্চিত্র ও স্যাটেলাইট চ্যানেল, ভৌগলিক কারণসহ প্রভৃতি কারণে  আমাদের দেশের জনগণের মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। বাংলাদেশে ও সাম্প্রতিক কালে  এর প্রভাব লক্ষণীয়ভাবে দেখা দিয়েছে।


(মূল্যবোধ সংকটের প্রভাব)


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.