আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আমাদের মূল্যবোধ নিয়ে।সমাজের মধ্যে সকল শ্রেণির মানব গোষ্ঠী বসবাস করে থাকে।তাদের ব্যাবহার গুণাবলির বিষয়!
যে যে বিষয় জানতে পারবেন তা হলো-
- মূল্যবোধ কি?
- মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো?
- মূল্যবোধের অবক্ষয় ও পরিণতি?
(মানবিক মূল্যবোধ কি)
? কাঙ্ক্ষিত বা অকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায়।
? সমাজের সদস্যদের সাধারণ আচারণ,যাতে আবেগ বিদ্যমান থাকে।
- মূল্যবোধ স্বাধীনভাবে গঠিত ।
- মূল্যবোধ এক ধরণের আদর্শ ।
- ব্যাক্তির চরিত্র গঠনে সমাজের মূল্যবোধ যথেষ্ট প্রভাব ফেলে ।
- মূল্যবোধ সংখ্যায় অল্প ।
- মূল্যবোধ হলো সমাজের চালিকাশক্তি ।
- মূল্যবোধ সামাজিক ঐক্য ও সংহতি রক্ষা করে থাকে ।
- এটি কম পরিবর্তনশীল,বড় বড় ঘটনা ছাড়া মূল্যবোধের পরিবর্তন ঘটে না ।
মূল্যবোধ গঠনের মাধ্যম(Agents of Value):সমাজে মূল্যবোধ গড়ে উঠার পিছনে যেসব বিষয় সহায়ক ভূমিকা পালন করে তা হলো –পরিবার ,ধর্ম,আইন, নীতিবোধের চর্চা, সমাজের রীতিনীতি, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজিক সংগঠন, সামাজিক ন্যায়বিচার ইত্যাদি।
(মানবিক মূল্যবোধের অবক্ষয়)
মূল্যবোধের অবক্ষয় ও পরিণতি (Decline & consequence of values): মূল্যবোধের অবক্ষয় বলতে মূল্যবোধের অভাব বা অনুপস্থিত। যদি কোন সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটে তাহলে সে সমাজের উপর অনেক বিরূপ প্রভাব ফেলে । যা ব্যাক্তি, সমাজ,এমনকি রাষ্ট্র পর্যন্ত ক্ষতিগ্রস্ত করে। সমাজে বিশৃঙ্খলা দেখা দেয় ।
ফলে সামাজিক ও রাষ্টের অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়ে থাকে । মূল্যবোধ একটি নৈতিক শক্তি । এর অভাবে অতীতে অনেক জাতি ধ্বংসের সম্মুখীন হয়েছে।
এর অনুপস্থিতি পরিবার,সমাজ, রাষ্টের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এর অভাবে আত্মমর্যাদাবোধ হারিয়ে ফেলে ।
মূল্যবোধের অবক্ষয়ের মাধ্যমে একটা দেশ ক্রমান্বয়ে হারিয়ে পারে ধ্বংসের অতল গহ্বরে,বিলীন হয়ে যেতে পারে পৃথিবীর সভ্য দেশের মানচিত্র থেকে ।
দারিদ্র্য, বেকারত্ব, মাদকাসক্তি, অশিক্ষা, দুর্নীতি, রাজনৈতিক কারণ, অসম বণ্টন ব্যবস্থা, পারিবারিক কারণ, প্রেমে ব্যর্থতা, সঙ্গদোষ, চলচ্চিত্র ও স্যাটেলাইট চ্যানেল, ভৌগলিক কারণসহ প্রভৃতি কারণে আমাদের দেশের জনগণের মূল্যবোধের অবক্ষয় ঘটেছে। বাংলাদেশে ও সাম্প্রতিক কালে এর প্রভাব লক্ষণীয়ভাবে দেখা দিয়েছে।