★এ বিষয়ে পড়ে যা জানতে পারবেন★
১।বেকার বলতে কি বুঝায়?
২। বাংলাদেশে বেকার সমস্যার কারণ বেকারত্বের প্রকৃতি?
ভূমিকা
বেকারত্ব প্রতিটি মানব জাতির জন্য অভিশাপ,কারণ মানুষের ইচ্ছা থাকা সত্ত্বেও কাজের সুযোগ না পেলে মেধা ও সামর্থ্য অপচয় ঘটে। এ সমস্যার তরুণদের মধ্যে ভয়াবহ হতাশা তৈরি করে।একদিকে তারুণ্যর অপচয় ঘটে অপরদিকে আইন-শৃঙ্খলার অবনতি ঘটে। বেকারত্ব সামাজিক সমস্যার মূল কারণ।
বেকারত্ব কি তা আমরা কেউ এক কথায় বলতে পারব না' তবে এটুকু বলতে পারবো যার কর্ম নেই সেই বেকার। বেকার ব্যক্তির সেই অবস্থাকে বেকারত্ব বলে। আরো সহজ করে বলা যায় "কর্মক্ষম ব্যক্তির কর্মহীনতায় হল বেকারত্ব"। কিন্তু আমরা এটা বলতে পারিনা পঙ্গু, প্রতিবন্ধী, অক্ষম, শিশু বা বৃদ্ধের কর্মহীনতা কে বেকারত্ব বলা যায়।
চলুন তাহলে এখন বেকারত্বের প্রকৃতির গুলো দেখি বেকারত্বের প্রকৃতি গুলো সাত ধরনের হয়ে থাকে নিম্নেএগুলার বিস্তারিত বর্ণনা তুলে ধরা হলো।
১।মৌসুমী বেকারত্ব: বাংলাদেশ মৌসুমী বা ঋতু ভিত্তিক বেকারত্ব দেখতে পাওয়া যায।এটি হলো বছরের নির্দিষ্ট সময় কাজ থাকে, বাকি সময় থাকেনা।গ্রাম অঞ্চল বেশি দেখা যায়।
২।প্রচ্ছন্ন বেকারত্ব: আমাদের দেশে বিকল্প কর্মসংস্থান কম হওয়ায়় এবং জনসংখ্যার অত্যাধিক ভাবে বৃদ্ধি পাওয়ায় কৃষিক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত শ্রমিক কর্মে নিয়োজিত।
এই অতিরিক্ত শ্রমিককে আমরা যদি অন্য কর্মে নিয়োগ করতে পারতাম।তাহলে কিছুটা হলেও বেকারত্ব সংখ্যা কমতে পারত।এ ধরনের বেকারত্ব প্রচ্ছন্ন বেকারত্ব।
৩।যান্ত্রিক বেকারত্ব: নতুন প্রযুক্তি যন্ত্র কলা-কৌশল আবিষ্কারের ফলে অনেক শ্রমিকের কর্মচ্যুতি ঘটে থাকে। কারণ তারা সেসব এর ব্যবহার সম্পর্কে অবহিত নন। আবার এসব যন্ত্রগুলো শ্রমিকের জায়গা দখল করে নেয় এ সমস্যায় হলো যান্ত্রিক ধরনের বেকারত্ব।
৪।শিক্ষিত বেকারত্ব: আমাদের দেশ তথা বাংলাদেশের শিক্ষিত বেকারত্বের সংখ্যা অনেক বেশি। শ্রম মন্ত্রণালয়ের মতে, "শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি"।
৫।বাণিজ্য চক্র এর ফলে বেকারত্ব:যখন কোন শিল্পের উন্নতি সাধিত হয় তখন উৎপাদন পরিবহন বিপণন প্রভৃতি অনেক শ্রমিক নিয়োজিত থাকে। আবার সেই শিল্পের উন্নতি হ্রাস পেলে বেকারত্ব সৃষ্টি করে এটা হল বাণিজ্যর।
৬।ছন্দ বেকারত্ব: আপনি কি জানেন ছন্দ বেকারত্ব কি? তাহলে মনে রাখতে পারেন যে আমাদের মতই অবস্থায় হলো ছন্দ বেকারত্ব। আরো সহজ করে বলি তাহলে,"শিক্ষিত ব্যক্তির তার যোগ্যতা অনুযায়ী কাজ না পাওয়া"
৭।সংখ্যাজনিত বেকারত্ব:এটা মূলত যখন কোনো শ্রমিক এক পেশা থেকে অন্য পেশা গ্রহণ করার জন্য কিছু সময় বেকার থাকে।
★বেকারত্বের কারণগুলি★👇
১.জনসংখ্যা বৃদ্ধি।
২.অনুন্নত শিল্পব্যবস্থা।
৩.কৃষির উপর নির্ভরশীলতা।
৪.মূলধনের অভাব।
This is very suber
উত্তরমুছুনThis is super
উত্তরমুছুনNice post
উত্তরমুছুনgreat.
উত্তরমুছুনnice
উত্তরমুছুন