(মোহনার পরিবেশ)
সৃষ্টিকর্তা এ পৃথিবীটাকে কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছেন।প্রকৃতিটাকে আমরা যতই দেখি ততই মুগ্ধ হই।মোহনার পরিবেশ কিভাবে তৈরি হয়,কোথায় তৈরি হয়।সে সব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনি এ পোস্টে।
মোহনার পরিবেশ (Estuaring Enviroment )কি:মোহনার পরিবেশ হলো যেখানে নদী ও সমুদ্র একসাথে মিশে,সে পরিবেশ মোহনার পরিবেশ।
মিঠা পানি ও লোনা পানির মিলন স্থল মোহনা। মোহনা হলো এমন পানির অঞ্চল যে স্থানে নদীর পানি সাগরের পানির সাথে মিশে এবং সাগরের পানিকে অধিকতর তরল করে।
মোহনার পরিবেশ (Estuaring Enviroment) কিভাবে সৃষ্টি হয়: দুইটি বিপরীতমুখি স্রোত একটি হলো সাগরের জোয়ারের অন্যটি নদীর মোহনায় মিশে। মোহনায় মিশার ফলে ঐ স্থানে পলি জমে।এটি পানি এবং অন্যান্য ভৌত প্রকৃতিতে জটিল প্রক্রিয়াই সৃষ্টি হয়।
মিঠা পানি ও সাগরের লোনা পানির মিলনের ফলে মোহনায় যে রাসায়নিক পরিবেশ সৃষ্টি করে তা সাগর ও নদী দুটো পরিবেশ থেকেই সম্পূর্ণ আলাদা হয়ে থাকে।
অনেক মোহনা মাটির ক্ষয় , বন উজাড় , ওভারগ্রেজিং , ওভারফিশিং এবং জলাভূমি ভরাট সহ বিভিন্ন কারণের কারণে অবক্ষয়ের শিকার হয় । ইউট্রোফিকেশন পয়ইজ নিষ্কাশন
মোহনার পরিবেশ হলো সেই পরিবেশ যেখানে নদী সাগরের পানি একস্থানে মিশে থাকে।
good
উত্তরমুছুন