মোহনার পরিবেশ কী কিভাবে তৈরী হয় এই মোহনার পরিবেশ।

       (মোহনার পরিবেশ)

সৃষ্টিকর্তা এ পৃথিবীটাকে কি অপূর্ব সুন্দর করে সাজিয়েছেন।প্রকৃতিটাকে আমরা যতই দেখি ততই মুগ্ধ হই।মোহনার পরিবেশ কিভাবে তৈরি হয়,কোথায় তৈরি হয়।সে সব সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনি এ পোস্টে।




মোহনার পরিবেশ (Estuaring Enviroment )কি:মোহনার পরিবেশ হলো যেখানে নদী ও সমুদ্র একসাথে মিশে,সে পরিবেশ মোহনার পরিবেশ।

মিঠা পানি ও লোনা পানির মিলন স্থল মোহনা। মোহনা হলো এমন পানির অঞ্চল যে স্থানে নদীর পানি সাগরের পানির সাথে মিশে এবং সাগরের পানিকে অধিকতর তরল করে।




মোহনার পরিবেশ (Estuaring Enviroment) কিভাবে সৃষ্টি হয়: দুইটি বিপরীতমুখি স্রোত একটি হলো সাগরের জোয়ারের অন্যটি নদীর মোহনায় মিশে। মোহনায় মিশার ফলে ঐ স্থানে পলি জমে।এটি পানি এবং অন্যান্য ভৌত প্রকৃতিতে জটিল প্রক্রিয়াই সৃষ্টি হয়।

মিঠা পানি ও সাগরের লোনা পানির মিলনের ফলে মোহনায় যে রাসায়নিক পরিবেশ সৃষ্টি করে তা সাগর ও নদী দুটো পরিবেশ থেকেই সম্পূর্ণ আলাদা হয়ে থাকে।


প্রায় ১০,০০০-১২,০০০ বছর আগে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে শুরু করলে নদী-ক্ষয়প্রাপ্ত বা হিমবাহিত উপত্যকায় প্লাবনের ফলে হলোসিন যুগে অধিকাংশ বিদ্যমান মোহনা গঠিত হয়েছিল  

মোহনাগুলিকে সাধারণত তাদের ভূত্বাত্তিক বৈশিষ্ট্য বা জল-সঞ্চালনের ধরণ অনুসারে শ্রেণিবদ্ধ করা হয় । তাদের অনেকগুলি ভিন্ন নাম থাকতে পারে, যেমন উপসাগর , বন্দর, লেগুন , খাঁড়ি বা শব্দ, যদিও এই জলাশয়গুলির মধ্যে কিছু একটি মোহনার উপরের সংজ্ঞা কঠোরভাবে পূরণ করে না এবং সম্পূর্ণ লবণাক্ত হতে পারে।
অনেক মোহনা মাটির ক্ষয় , বন উজাড় , ওভারগ্রেজিং , ওভারফিশিং এবং জলাভূমি ভরাট সহ বিভিন্ন কারণের কারণে অবক্ষয়ের শিকার হয় । ইউট্রোফিকেশন পয়ইজ নিষ্কাশন 
এবং পশুর বর্জ্য থেকে অতিরিক্ত পুষ্টির কারণ হতে পারে; পয়নিষ্কাশন থেকে ভারী ধাতু , পলিক্লোরিনেটেড
 বাইফেনিল , রেডিওনুক্লাইড এবং হাইড্রোকার্বন সহ দূষণকারী ; এবং বন্যা নিয়ন্ত্রণ বা পানির ডাইভারশনের জন্য ডাইকিং বা ড্যামিং।


মোহনার পরিবেশ হলো সেই পরিবেশ যেখানে নদী সাগরের পানি একস্থানে মিশে থাকে।


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.