বাংলাদেশে এখন ২৫ লাখ টাকায় দেয়া যাবে নিজের নামে কোম্পানি?

ব্যাবসা বাণিজ্য:


বাংলাদেশে এখন ২৫ লাখ টাকায় দেয়া যাবে নিজের নামে কোম্পানি



এক ব্যাক্তির নামে কম্পানি করার সুযোগ  উন্নত দেশগুলোতে থাকলেও আমাদের দেশে তা ছিল না । কোম্পানি আইন সংশোধন করে দিয়েছে সরকার । 

(নিজের নামে কোম্পানি)

এক ব্যাক্তির কোম্পানি বা ওসিপি পরিশোধিত মূলধন হবে ২৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত।
কোম্পানির ধরণ অনুযায়ী নামের শেষে লিমিটেড,পিএলসি ও ওসিপি উল্লেখ করতে হবে ।
৫০ লাখ টাকা আর লাগবে না ২৫ লাখ টাকা দিয়েই গঠন করা যাবে OPC(One Person company)।
দেশে প্রথমবারের মত এ সুযোগ চালু করল সরকার । ১৯৯৪ সালের কোম্পানি আইন সংশোধন করে ২০২০ সালে এ গেজেট প্রকাশিত হয়েছে । সংশোধণে বলা হয়েছে কোম্পানির ধরণ অনুযায়ী এক ব্যাক্তির কোম্পানির  নামের শেষে OPC or PLC or Limited লিখতে হবে । লিমিটেড এর সংক্ষিপ্ত নাম হবে LTD
OPC - One Person Company
PLC – Public Limited Company
আইন সংশোধনের  ফলে আগে যে সব শব্দ ব্যাবহার করা হয়েছে তা আর থাকবে না । যেমন সরকারি,পুজিবাজারে তালিকাভুক্ত ও বেসরকারি কোম্পানি নামের শেষে ব্যাবহার হয়ে আসছিল “লিমিটেড” । 

(কোম্পানি আইন বাংলাদেশ)

তবে কোম্পানির ২৮ ধারা অনুযায়ী মুনাফা অর্জন ছাড়া ভিন্ন উদ্দেশ্য গঠিত সমিতি এবং ২৯ নং ধারা অনুযায়ী  গ্যারান্টি দ্বারা সীমিত দায় কোম্পানির ক্ষেত্রে এ শর্ত হবে না ।
এ আইন সংশোধণের ফলে বাংলাদেশে এখন অনেক উন্নয়ন সাধিত হবে । দেশের যে কেউ তার নিজের নামে খুলতে পারবে কোম্পানি ।


আপনার যদি  কোম্পানি দেয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি দিতে পারবেন মাত্র ২৫ লাখ টাকায় ।  


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.